প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা

পদত্যাগ করলেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু পদত্যাগ করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তিনি পদত্যাগ করেছেন।

অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।

পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে শাহাদৎ আলম ঝুনুর পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পদত্যাগের খবরটি সঠিক। এ ব্যাপারে পরে আরও বিস্তারিত জানানো হবে।’

এরই প্রেক্ষিতে অধ্যক্ষর বক্তব্য জানতে চেয়ে তার মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও অপর প্রান্ত থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, শনিবার সকালে প্রতিষ্ঠান প্রধান শাহাদৎ আলম ঝুনুর পদত্যাগ দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button