প্রধান খবরবগুড়া জেলা
অবশেষে বগুড়ায় যানজট নিয়ন্ত্রণে নেমেছে ট্রাফিক পুলিশ
ছয়দিন পর বগুড়ায় যানজট নিয়ন্ত্রণে নেমেছে ট্রাফিক পুলিশ। তবে সীমিত পরিসরে ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে।
আজ সোমবার শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ট্রাফিক পুলিশকে শিক্ষার্থীদের সাথে মিলে যানজট নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে।
উল্লেখ্য, পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর আন্দোলনরত পুলিশ সদস্যরা সোমবার (১২ আগস্ট) কাজে যোগ দিয়েছেন।
এরই অংশ হিসেবে, আজ পুলিশের পোশাক পড়ে কয়েক জন সার্জেন্ট ও সাদা পোশাকে টিআইসহ আরও কয়েক জন ট্রাফিক পুলিশ কাজ করেন। এ সময় শিক্ষার্থী ও জনতা হাততালি দিয়ে ট্রাফিক পুলিশকে উৎসাহিত করেন।
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, ট্রাফিক পুলিশ স্বল্প পরিসরে সাতমাথায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। মঙ্গলবার থেকে পুরোদমে ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করবে।