ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে গলায় ফাঁস দিয়ে তানজিলা (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সোহেল প্রামানিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের জামাতুল্লা প্রামানিকের ছেলে সোহেল প্রামানিক চার বছর আগে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামের মতি মিয়ার মেয়ে তানজিলাকে বিয়ে করে। বৈবাহিক জীবনে তাদের সংসারে ২ বছর বয়সি সম্রাট নামের একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার দিন আনুমানিক সকাল ১১ টার দিকে নিজ সয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ তানজিলা আত্মহত্যা করে। 

তানজিলার বোন জামাই হেলাল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিলো। বেশ কয়েকবার তানজিলা অভিমান করে বাবার বাড়িতে চলে আসে। সম্প্রতি গ্রাম্য বৈঠকের মাধ্যমে তানজিলা তার স্বামীর বাড়ি ফিরে যায়।

তানজিলার বাবা মতি মিয়া জানান, তিন দিন যাবৎ আমার জামাই সোহেলের মোবাইল ফোন বন্ধ পাই। হঠাৎ ঘটনার দিন সকালে আমাকে কল করে জানায় আপনার মেয়ে মারা গেছে। তানজিলার বাবার দাবি সে আত্মাহত্যা করে নাই, দাম্পত্য কলহের জেরে তাকে মেরে ফেলা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button