প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ব্রিজে মিলল মু‌দি‌ দোকানী‌র গলা‌কাটা মরদেহ

বগুড়ার সদরে রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে তুলে নিয়ে যাওয়ার পর বাবর আলী নামে এক মু‌দি দোকানীর গলা কাটা মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সকাল সাগে ৭ টার দিকে সদরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে সোমবার রাতে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে থেকে ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে  তুলে নিয়ে যায়।

পুলিশের ধারণা, দিবাগত রাতের কোনো এক সময় তা‌কে হত‌্যা ক‌রে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রী‌জের উপর তা‌কে ফে‌লে যায় দুর্বৃত্তরা।

বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। তি‌নি পেশায় মুদি দোকানী ছি‌লেন।

নিহ‌তের প‌রিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান র‌য়ে‌ছে। গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে ক‌য়েকজন দুর্বৃত্ত তা‌কে  তুলে নিয়ে যায়৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। প‌রে আজ সকা‌লে স্থানীয় লোকজন ওই ব্রিজের উপর দি‌য়ে যাওয়ার সময় তার গলাকাটা লাশ দেখ‌তে পায়। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধ‌ার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ ক‌রে।

এ বিষয়ে নারুলী ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন ব‌লেন, পূর্ব শত্রুতার জে‌রে এই হত‌্যাকান্ড সংঘ‌টিত হ‌য়ে‌ছে। নিহ‌তের লাশ শহীদ‌ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের প‌রিবার থে‌কে মামলার প্রক্রিয়া চল‌ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.