লাইফস্টাইল

বৃষ্টির দিনে মেকআপ করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত

বর্ষাকালে যখন তখন হতে পারে বৃষ্টি। অনেক সময় দেখা যায়, রেডি হয়ে বাইরে বের হতেই বৃষ্টি পড়তে শুরু করেছে! এক্ষেত্রে যারা নিয়মিত মেকআপ করে বাইরে বের হন, দেখা যায় হঠাৎ বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়।

তাই এ সময় দরকার ওয়াটারপ্রুফ মেকআপ। এই মেকআপের কাজই হলো ঘাম, বৃষ্টি কিংবা মুখ ভেজালেও মেকআপ গলবে না। মেকআপ আর্টিস্টদের মতে, বর্ষাকালে গাঢ় মেকআপ না করাই ভালো।

এছাড়া বৃষ্টির দিনে মেকআপ করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত চলুন জেনে নেওয়া যাক:


১. বৃষ্টির সময় মুখে কোনো ধরনের ফাউন্ডেশন বা ক্রিম না লাগালোই ভালো। শুধু একটু ফেস পাউডার লাগান। তাও একেবারে হালকাভাবে।

২. ক্রিমের পরিবর্তে এই আবহাওয়ায় শসার রস ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে তুলো দিয়ে মুখে ঘষে নিন। এটি মুখে উজ্জ্বলতা দেয়।

৩. বর্ষাকাল বলে লিপবাম স্কিপ করবেন না। লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে গাঢ় রং ব্যবহার করুন। গাঢ় লিপস্টিক বর্ষায় ঠোঁটে দারুণ লাগবে।

৪. আিই পমেড ব্যবহার করে ভ্রু’র শেপ দিতে পারেন। এতে আপনার ভ্রু কৃত্রিম দেখাবে না।

৫. আপনি যদি কোনো পার্টিতে বা ঘুরতে যান তাহলে আইলাইনারের পরিবর্তে কাজল ব্যবহার করুন।

৬. গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চুল প্রায়ই ভিজে যেতে পারে। এতে খুশকি বা অন্যান্য সমস্যা হতে পারে। তাই ভিজে গেলে চুল অবিলম্বে শুকিয়ে নিন।

৭. বর্ষায় অতিরিক্ত আর্দ্রতার কারণে চুল আঠালো হয়ে যায়। তাই সপ্তাহে দু-তিন দিন শ্যাম্পু করুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button