আইন ও অপরাধ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে নৌ পথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুই জন নিহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যায় ইন্ধনদাতা হিসেবে এই দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান। তিনি দেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী।

আনিসুল হক ২০১৪ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button