রাজনীতি
ওবায়দুল কাদেরকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানালেন মির্জা ফখরুল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজে বিএনপির আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের কথায় কথায় বলতেন আমরা পালাবো না। আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন তিনি। এখন উনি কোথায়, পালিয়ে গেলেন কেন? আমার বাড়িতে এসে লুকিয়ে আছেন নাকি? এখন আমি ঠাকুরগাঁওয়ে আছি। আপনাকে আমন্ত্রণ জানালাম, চলে আসেন।’
সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।