রিয়াল মাদ্রিদে বেশ সুখেই আছেন ভিনি জুনিয়র। গত মৌসুমেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাবটি। ইউরোপের সেরা ক্লাবে থাকার পাশাপাশি সফলও তিনি। নিয়মিতই গোলের দেখা পান এ ব্রাজিলিয়ান। এমন সময় আকাশছোঁয়া টাকার পরিমাণ নিয়ে হাজির হয়েছে সৌদি আরবের একটি ক্লাব।
শুধু তাই নয়, সেদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিনিধিরা যোগাযোগ করেছেন ভিনির সঙ্গে।
ভিনি ২০১৮ সাল থেকে রিয়াল মাদ্রিদের মূল দলে খেলছেন। ২৪ বছর বয়সি লেফট উইঙ্গার ১৭৬ ম্যাচে ৪৯টি গোলও করেছেন।
ক্যারিয়ারের এমন সময়ে ইউরোপের অন্য কোনো বড় ক্লাব অফার করলেও যাওয়ার কথা না। সেখানে সৌদি আরবে কেনো যাবেন ভিনি! সেজন্যই সৌদি আরব বিশাল অর্থের প্রস্তাব নিয়ে এসেছিল।
সৌদি আরবের ক্লাব আল আহলি ১ বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে চেয়েছে। বর্তমানে ভিনির মার্কেট ভ্যালু রয়েছে ১৮০ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ ভিনিকে ছেড়ে দিলে অনেক লাভবান হবে। কিন্তু ভিনি তাদের আক্রমণভাগের প্রাণ। রিয়ালের সঙ্গে ব্রাজিলের এ তারকা খেলোয়াড়ের আরো তিন বছরের চুক্তি রয়েছে।
সূত্র অ্যাথলেটিক জানায়, ভিনি বিনয়ের সঙ্গে সৌদি আরবের প্রস্তাব গ্রহণ করতে পারছেন না জানিয়ে দিয়েছেন!