খেলাধুলাফুটবল

গোলে-শিরোপায় অভিষেক এমবাপের, সুপার কাপ জিতলো রিয়াল

রিয়াল মাদ্রিদের হয়ে কাইলিয়ান এমবাপের অভিষেক মঞ্চ ছিল উয়েফা সুপার কাপের ফাইনাল। শিরোপা মহারণে অভিষেক রাঙিয়েছেন ফরাসি তারকা। লস ব্লাঙ্কোসদের জার্সিতে প্রথম গোলের দেখাও পেয়েছেন। তাতেই আটলান্টাকে হেসেখেলেই হারিয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করেছে কার্লো আনচেলত্তির দল।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর ন্যাশনাল স্টেডিয়ামে আটলান্টাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। এমবাপের পাশাপাশি অন্য গোলটি করেছেন ভালভার্দে।

প্রথমার্ধে ভালোই লড়েছিল আটলান্টা। গোল দিতে না পারলেও হজম করতে হয়নি। দ্বিতীয়ার্ধে আর টিকিয়ে রাখতে পারেনি রক্ষণ দেয়াল। ৫৯ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন ভালভার্দে।

নয় মিনিট পরেই গোল করেন কাইলিয়ান এমবাপে। তাতেই অভিষেক রাঙান বিশ্বজয়ী তারকা। শেষ অবধি আর গোলের দেখা পায়নি। ২-০ ব্যবধানে জিতে শিরোপা নিজেদের করে নেয় রিয়াল।

এই বিভাগের অন্য খবর

Back to top button