বগুড়ার “শজিমেক’-এ ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ছাত্র রাজনীতিসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবির মুখে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শিক্ষার্থীরা গত সোমবার কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ কয়েক দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় কলেজে ছাত্ররাজনীতিসহ শিক্ষক-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে বাস্তবায়নযোগ্য সব দাবি মেনে নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে একাডেমিক কাউন্সিলের এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কলেজ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কলেজ ক্যাম্পাসে ও হোস্টেলে যে কোনো ধরনের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ।’
ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। সূত্র: কালবেলা