খেলাধুলাফুটবল

রোনালদোর গোল-অ্যাসিস্ট, ফাইনালে আল নাসর

নতুন মৌসুমে দারুণ শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল তো করেছেনই, বানিয়েও দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় সৌদি সুপার কাপে আল তাউনের বিপক্ষে আল নাসরের ২-০ গোলের জয়ে দারুণ নৈপুণ্য দেখালেন পর্তুগিজ উইঙ্গার।

বাঁশি বাজার পর থেকেই ছন্দে ছিলেন রোনালদো। অষ্টম মিনিটে আয়মান ইয়াহিয়াকে দিয়ে গোল করান তিনি।

আল নাসরের কাছে গোল হজমের পর আল তাউন গোল শোধে মরিয়া ছিল। তবে ব্রাজিলিয়ান কিপার বেন্তো দারুণ দুটি সেভে প্রথমার্ধে আল নাসরের লিড ধরে রাখেন। বিরতির আগে তারা গোল ব্যবধান বাড়াতে পারতো। আনমার্কড সাদিও মানেকে খুঁজে পেয়েছিলেন রোনালদো। কিন্তু লিভারপুলের সাবেক স্ট্রাইকারকে আশাহত করেন মাইলসন সান্তোস।

অবশেষে রোনালদো নিজেই গোল করেন। ইয়াহিয়া বল নিয়ে ডান দিক দিয়ে ঢুকে সামনে বাড়ান। পর্তুগিজ ফরোয়ার্ড চমৎকার ফিনিশিংয়ে জাল কাঁপান।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জোড়া গোলে ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করতে পারতেন। কিন্তু তার সুযোগ নষ্ট হয় গোলবারে বল আঘাত করে। ইউরোতে গোল করতে ব্যর্থ হওয়ার পর ছুটি কাটিয়ে ফুরফুরে রোনালদো।

এবার আল নাসরের সঙ্গে সিআরসেভেনের দ্বিতীয় ট্রফি ছোঁয়ার পালা। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন। আগামী ১৭ আগস্ট সুপার কাপ ফাইনালে তার দলের প্রতিপক্ষ আল হিলাল।

এই বিভাগের অন্য খবর

Back to top button