আন্তর্জাতিক খবর

ভারতের ১৪০ কোটি মানুষ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশে যা ঘটল তা উদ্বেগের বিষয়। দেশের ১৪০ কোটি মানুষই বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার ১৫ আগস্ট দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর লালকেল্লায় দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

এসময় নরেন্দ্র মোদি বলেন, “শীঘ্রই সেখানের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত চায় প্রতিবেশী দেশগুলো শান্তির পথে থাকুক। হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।’

তিনি আরও বলেন, “আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শুধুই আমাদের শুভকামনা থাকবে।’

এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, গত ৫ আগস্ট থেকে দেশের ৬৪টি জেলার মধ্যে অন্তত ৫২টিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button