ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে শিশু নিখোঁজ, ১৫ ঘন্টা পর লাশ উদ্ধার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ভাইয়ের সাথে নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর উম্মে হাবিবা (৮) নামের এক শিশু শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ইছামতি নদীর কালিতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশু উম্মে হাবিবা স্থানীয় একটি মডেল একাডেমীর শিক্ষার্থী ও চান্দারপাড়া এলাকার রায়হান সরকারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫ টার দিকে পৌর এলাকার দাসপাড়ার পার্শ্ববর্তী ইছামতি নদীতে মাছ ধরতে যায় উম্মে হাবিবা ও তার ভাই জুনায়েদ (১২)। এক সময় অসাবধাননতাবসত নদীর পানিতে তলিয়ে যায় উম্মে হাবিবা। তখন সাথে থাকা তার ভাই চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধারের চেষ্টা করে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে নদীতে নেমে খোঁজাখুঁজি করে। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসার কারনে উদ্ধার কাজ চালাতে পারেনি ধুনট ফায়ার সার্ভিস।

ঘটনার দিনই রাজশাহীর একটি ডুবুরি দলকে আসার জন্য সংবাদ দেয় ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ হামিদুল ইসলাম।

পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে ডুবুরি দল নিখোঁজের স্থানে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকাজ চলাকালিন নিখোঁজের স্থান হতে প্রায় ২ কিলোমিটার দক্ষিনে কালিতলা এলাকায় ভাসমান লাশ দেখতে পায় সেখানকার স্থানীয়রা। তখন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা লাশটি উদ্ধার করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button