বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক নিহত
(ধুনট প্রতিনিধি): বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে সবুজ মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
আজ শুক্রবার বেলা তিনটায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে গজিয়াবাড়ি গ্রামের মৃত সামছুল হকের ছেলে আবু কালামের সাথে মৃত নুরুল ইসলামের ছেলে সবুজ মিয়া ও শফিকুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো।
তিনি জানান, গত কয়েক বছর আগে সবুজ ও শফিকুলের বোন জামাই আফসার আলী জমিটি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছিলেন। ২ বছর আগে বিবাদমান ওই জমিটা দখলে নেয় ওই গ্রামের আবুল কালাম। পরে বিষয়টি নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিসি বৈঠক হয়েছে। কিন্তু কোন পক্ষই সালিসি সিন্ধান্ত মেনে নেয়নি।
ইউপি সদস্য মোস্তফা জানান, পরে সবুজ ও শফিকুল জমিটি পুনরায় তাদের দখলে নেওয়ার জন্য বৃহস্পতিবার বিকেলে জমিতে গিয়ে চাষাবাদের জন্য প্রস্তুুত করতে থাকে। এসময় আবুল কালাম ও তার লোকজন বাধা দেয়। সেখানে স্থানীয়রা গিয়ে দুপক্ষকে থামিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
তিনি জানান, একপর্যায়ে আবারও সেই বিরোধের জেরে ওইদিন বৃহস্পতিবার বিকেলে বাড়ীর উপরেই দুই পক্ষের মারামারি হয়। এতে সবুজ মিয়া, তার ভাই শফিকুল ইসলাম, বোন জামাই আফসার আলী ও তার স্ত্রী নুরজাহান খাতুন গুরুতর আহত হয়। তখন তাদের হাঁসপাতালে ভর্তি করা হয়।
আজ শুক্রবার বিকেলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত সবুজ মিয়া নামে একজন মারা গেছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।