আন্দোলনে গুলিবিদ্ধ চিকিৎসাধীন শিক্ষার্থীর মৃত্যু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শিক্ষার্থী রিয়াজ (২৩) মারা গেছেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি।
নিহত রিয়াজ বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষিপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। তিনি হাজারীবাগ সেকশন খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন।
রিয়াজ, বরিশাল মুলাদি সরকারী কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকার নিউমার্কেট এলাকায় একটি তৈরি পোশাকের দোকানে চাকরি করতেন।
জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে ঝিগাতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংর্ঘষের সময় গুলিবিদ্ধ হন। অন্য শিক্ষার্থীরা গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সদস্য জানান, শিক্ষার্থী রিয়াজ মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তেরর জন্য মর্গে রাখা হয়েছে।