অর্থ ও বানিজ্য

শেখ হাসিনার পতনের পর ব্যাপক হারে গতি বেড়েছে রেমিট্যান্সে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। আগস্টের প্রথম দিকে রেমিট্যান্স থমকে গেলেও শেখ হাসিনার পতনের পরদিন থেকে এই প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে।

চলতি আগস্টের প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি।

অথচ মাসের প্রথম তিন দিন দেশে রেমিট্যান্স আসে মাত্র ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলারের বেশি। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে ২১ লাখ ডলার।

এই বিভাগের অন্য খবর

Back to top button