চ্যাম্পিয়ন রিয়ালকে রুখে দিলো মায়োর্কা
মৌসুমে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে মায়োর্কার সঙ্গে পয়েন্ট হারিয়েছে কাইলিয়ান এমবাপে-ভিনিসিয়াস জুনিয়রদের দল।
মায়োর্কার মাঠে রোববার রাতে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতা টানেন প্রতিপক্ষ দলের স্ট্রাইকার ভেদাত মুরিচি।
লা লিগায় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড মাদ্রিদের। ট্রফি ধরে রাখার কীর্তিটা তারা সর্বশেষ করতে পেরেছিল ২০০৮ সালে। ফ্যাবিও ক্যাপেলোর অধীনে ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ মৌসুমে টানা দুবার লিগ জিতেছিল রিয়াল। ১৭ বছর পর ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের অভিযানটা খুব বেশি ভালো হল না কার্লো আনচেলত্তির দলের।
লিগে অভিষেকে বিবর্ণ ছিলেন এমবাপে। বেলিংহ্যামও ছিলেন নিজের ছায়া হয়ে। গোলরক্ষক থিবো কোর্ত্তয়া তিনটা অসাধারণ সেভ না করলে হারতেও পারত রিয়াল। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তির হতাশা, ‘আমাদের শুরুটা ভালো ছিল, তবে বিরতির পর দল ভারসাম্য হারিয়ে ফেলে। ম্যাচটা হারতেও পারতাম, কারণ অমনোযোগী ছিলাম। প্রতি আক্রমণে অনেকবেশি ক্রস করেছে ওরা।’
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ১৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল প্রতিপক্ষের জালে পাঠান রদ্রিগো। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় মাদ্রিদ।
বিরতির পর দুদলই আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেজের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান কসোভান স্ট্রাইকার ভেদাত মুরিচি। ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণে যায় রিয়াল, আর গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোস দল। সহজ সুযোগ মিস করেছেন এমবাপে।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে রেফারির শেষ বাঁশি বাজার আগে মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন ফেরলান মেন্দি। শেষপর্যন্ত ১-১ গোলের ড্রতে থামে লড়াই।