আওয়ামী লীগপ্রধান খবররাজনীতি
দীপু মনি গ্রেপ্তার
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার (১৯ আগস্ট) রাজধানীর বারিধারা ডিওএইচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত আটটার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ।
পরে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচুত্যির পর আত্মগোপনে ছিলেন দীপু মনি। বারিধারায় এক আত্মীয়ের বাসা থেকে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।