সারাদেশ

বন্যা: ব্রাহ্মণবাড়িয়ায় গর্ভবতী নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বীরচন্দ্রপুর গ্রামে বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক গর্ভবতী মারা গেছেন।

বুধবার (২১ আগস্ট) দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘরে উজানের ঢলের পানি ঢুকে পড়ায় তাড়াহুরা করে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে পানিতে ডুবে যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারতের পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে যায়। পানি উঠেছে আশপাশের অন্তত ১০টি গ্রামে। এছাড়াও ডুবে গেছে রাস্তাঘাট। ভেঙে গেছে সেতু।

বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরার ৪টি নদীর পানি বেড়ে গেছে। এ অবস্থায় একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button