সারাদেশ

ফুলছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফুলছড়ি প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে গত বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিএনপির আতুরঘড় হিসেবে পরিচিত এ উপজেলায় র‌্যালি ও আলোচনা সভাসহ বর্ণাঢ্যসব আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেছে নেতাকর্মীরা।

দীর্ঘ ১৭ বছর পর ফুলছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী গজারিয়া বাধে জাকজমকভাবে পালন করেছে নেতাকর্মীরা। এই সময় আশপাশে গ্রামের কয়েক শতাধিক মানুষও দলটির উদযাপনে অংশ নেন৷ গত বুধবার বিকেলে পুরাতন ভরতখালি বাজার থেকে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গজারিয়া বাধে সমাবেশ স্থলে সমবেত হয়৷ পরে সেখানে আলোচনা সভার আয়োজন করে দলটি। এই সময় বিএনপির শীর্ষ নেতারা, স্বৈরাচার সরকার পতনে অংশ নেওয়া ছাত্র-জনতাকে অভিবাদন জানায়।

সভায় বিএনপির নেতারা বলেন, নাহিদুজ্জামান নিশাদ একজন যোগ্য প্রার্থী। বিএরপির রাজনীতিতে শুধু তিনিই নন, তার পরিবারেরও অনেক অবদান রয়েছে। নিশাদ নদী ভাঙন প্রবণ এলাকা সাঘাটা-ফুলছড়ির জন্য আশির্বাদ। আগামী দিনে এই নেতাকে আমরা বিএরপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই।

সভায় ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু মিয়া প্রধান বক্তা ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের শীর্ষ দলের নেতারাও বক্তব্য রাখেন।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদ৷

সম্প্রতি হয়ে যাওয়া বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কমান করে সভায় নিশাদ বলেন, তাদের অবদান জাতী আজীবন স্মরণ করবে। তারা নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন, আগামীর সুন্দর ভবির্ষতের জন্য।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে প্রধান অতিথি বলেন, আপনারা অন্য কোনো চক্রের ফাঁদে পড়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। তাহলে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবে না।

সভা শেষে কেক কেটে উদযাপন করা হয়। দলীয় নেতাকর্মীরা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠান উৎযাপন করেন।

ক্যাপশন: স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদ৷

এই বিভাগের অন্য খবর

Back to top button