তথ্য ও প্রযুক্তি

বন্যায় বাংলাদেশ নিয়ে কটাক্ষমূলক সংবাদ, ভারতীয় জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

ভারতীয় সংবাদ সংস্থা জি মিডিয়ার অফিসিয়াল মূল ওয়েবসাইট ‘জি মিডিয়া ডট ইন’ (zeemedia.in) হ্যাক করেছে বাংলাদেশি সাইবার হ্যাকার গ্রুপ ‘সিস্টেম অ্যাডমিন বিডি’।

বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার পর ওয়েবসাইটটি দখলে নিয়ে বাংলাদেশের বন্যা নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশে প্রতিবাদে সতর্কতামূলক বার্তা জুড়ে দেওয়া হয়।

ওয়েসাইটের ওপরের অংশে ইংরেজি ঘোষণাপত্রে লেখা হয়, ‘হ্যাকড বাই সিস্টেমএডমিনবিডি।’

সতর্ক বার্তায় বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করবো।

ওয়েবসাইটটিতে zeenews.india.com -এর ‘জি ২৪ ঘণ্টা’র খবরে প্রকাশিত ‘ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ…’ এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনসট যুক্ত করা আছে। যেটি শুরুতে কটাক্ষমূলকভাবে ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…’ শীর্ষক শিরোনামে প্রকাশ করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার পর যা পরিবর্তন করে জি মিডিয়ার এই সংবাদ সাইটটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button