সারাদেশ

ফেনীতে বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে স্বেচ্ছাসেবকের মৃত্যু

ফেনীতে বন্যা দুর্গতদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইউনুস হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সাগর রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আলীম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্লাহর ছেলে।

জানা গেছে, সাগর চট্টগ্রামে একটি কারখানায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় তিনি স্বেচ্ছাসেবক দলের সাথে ফেনীতে কাজ করতে আসেন। পরবর্তীতে সাঁতার কাটতে না পেরে তিনি পানিতে ডুবে যান।

তবে সেই সময় বিদ্যুতের লাইনটি পানিতে সক্রিয় ছিল বলে জানা যায়।

বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। মরদেহ আনতে কিছুটা সময় লাগবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার পরিবার।

এই বিভাগের অন্য খবর

Back to top button