আন্তর্জাতিক খবর
বাংলাদেশের কাছ থেকে ৮০ কোটি ডলার পায় আদানি
বাংলাদেশের কাছ থেকে বকেয়া হিসাবে ৮০ কোটি ডলার পায় ভারতের আদানি পাওয়ার। ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানির কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ পাঠানো হয়, তার বকেয়া হিসাবে এই অর্থ পায় প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
গভর্নর বলেছেন, ‘আমরা যদি তাদের (এই অর্থ) পরিশোধ না করি, তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।’
৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আর্থিক সঙ্কটের কারণে নতুন সরকারকে সঙ্কটের মুখোমুখি হতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আমাদের বার্তাটি পরিষ্কার, আমাদের অর্থের প্রয়োজন। আমরা সব বকেয়া পরিশোধ করতে চাই।’