আইন ও অপরাধপ্রধান খবর

ভারতে পালানোর সময় সেই বিচারপতি মানিক আটক

ভারতে পালানোর সময় আটক হয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

শুক্রবার সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, স্থানীয় জনগণ তাকে ধরে বিজিবিকে সোপর্দ করার পর সিলেট বিজিবির সেক্টর সদরে নিয়ে যাওয়া হয় তাকে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন। অনুষ্ঠান শেষেও তিনি ওই উপস্থাপিকার দিকে তেড়ে যান এবং গালাগাল করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যদিও পরে এ ঘটনায় এক আইনজীবীর করা উকিল নোটিশে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। তিনি দাবি, অসুস্থতার কারণে ওই সময় নিজের ওপর কন্ট্রোল রাখতে পারেননি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্য অনেকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকও আত্মগোপনে ছিলেন। এরইমধ্যে একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) অভিযোগ দায়ের হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button