আবহাওয়াপ্রধান খবর

১০ দিনে ভারী বৃষ্টির শঙ্কা নেই: আবহাওয়া অধিদফতর

বন্যা কবলিত অঞ্চলে কমেছে বৃষ্টি। আগামী কয়েকদিনও বৃষ্টি কম থাকবে। তাতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

আর আগামী ১০ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও ভয়াবহহারে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কা নেই।

শনিবার (২৪ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান এ তথ্য জানান।

এই আবহাওয়াবিদ জানান, দেশের পূর্বাঞ্চল ও উত্তর- পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস ছিল। ১৬ আগস্টে উপকূল অঞ্চল ও পূর্বাঞ্চলে ৭২ ঘণ্টার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেয়া হয়। এর মধ্যে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট লঘুচাপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়, মৌসুমী বায়ুর প্রভাবেও বৃষ্টি হয়।

বৃষ্টি কমায় ও পাহাড়ি ঢল কম থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button