জাতীয়প্রধান খবর
ছাত্রদের তাড়া খেয়ে পালিয়ে গেলেন আনসার সদস্যরা
টানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। পরে সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটে ধাওয়া পাল্টা-ধাওয়ার পর ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হন আনসারের সদস্যরা।
আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রথম দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থীরা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয় এলাকায় আসে সেনা বাহনী। এসময় আনসার সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।
এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে সকাল ১১টা থেকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে সচিবালয়কে কার্যত অকার্যকর রাখা হয়।