পাকিস্তানে গাড়ি থামিয়ে বেছে-বেছে গুলি, নিহত ২২
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চরমপন্থীরা মহাসড়কে যানবাহন থামিয়ে গুলি চালিয়ে ২২ জন যাত্রীকে হত্যা করেছে। রোববার রাতে মুসাখেল জেলায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
মুসাখেল জেলার সহকারী কমিশনার নজিবুল্লাহ কাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঞ্জাবের সঙ্গে বেলুচিস্তান সংযোগ সড়কে একদল বন্দুকধারী অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন থামায় এবং যাত্রীদের গাড়ি থেকে নামায়।
এরপর তাদের জাতিগত পরিচয় যাচাই করার পর যাত্রীদের বেছে বেছেগুলি চালিয়ে হত্যা করে। এরপরে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।
মূলত পাঞ্জাব থেকে আসা ব্যক্তিদের ওপর গুলি চালানো হয়।
এ ব্যাপারে নজিবুল্লাহ কাকার বলেছেন, “জঙ্গিরা ৩০ থেকে ৪০ এর মতো ছিল। তারা ২২টি গাড়ি থামায়। পাঞ্জাব থেকে আসা যানবাহনগুলো তারা নজরদারি করছিল এবং পাঞ্জাব থেকে আসা ব্যক্তিদের তারা চিহ্নিত করে গুলি চালায়।”
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বিএলএ বলেছে যে তারা বেসামরিক পোশাকে ভ্রমণকারী সামরিক কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
গুলিবর্ষণের ফলে আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলাকারীরা দশটিরও বেশি গাড়ি ভাঙচুর করেছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুসাখেল ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনা তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় শনিবার ও রোববারের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।