প্রধান খবরবগুড়া জেলা
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ঝুনু গ্রেফতার
বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে বগুড়া শহরের মালতিনগর ভাটকান্দি এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা ডিবির ইনচার্জ ইন্সপেক্টর মুস্তাফিজ হাসান বলেন, শহরের মালতিনগর ভাটকান্দি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বগুড়া শহরের পৃথক দুটি স্থানে আন্দোলনে অংশ নেওয়া দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। সেই দুটি হত্যা মামলার আসামি শাহাদৎ আলম ঝুনু।