প্রধান খবররাজনীতি

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা আজ প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ওই আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়।

জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের ফলে দলটির নিবন্ধন ফিরে পেতে শিগগিরই আপিল বিভাগে মামলা পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

গত ১ আগস্ট জামায়াত, ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সেসময় সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ-সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button