প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সাবিরা ইয়াসমিন নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর নিহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের জলেশ্বরীতলার নূর মসজিদ এলাকার একটি আট তলা ভবনে এই ঘটনা ঘটে।

সাবিরা ইয়াসমিন বগুড়ার মহাস্থানগড় সরলপুর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। এই শিক্ষার্থী বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের ছাত্রী ছিলেন। এসএসসি পাস করে তিনি শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন।

নিহতের নাম পরিচয় জানিয়েছেন বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সাবিরা ইয়াসমিন প্রতিদিনের মত ছাদ সময় কাটাচ্ছিল। এসময় দুর্ঘটনাবশত সে ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সাবিরার পরিবার তাকে গ্রামের বাড়িতে নিয়ে যায়।

নজরুল ইসলাম বলেন, সাবিরা আমাদের ছাত্রী ছিল। ২০২৪ সালে এসএসসি পাশ করে। এরপর সে একটি কলেজেও ভর্তি হয়। তবে কোন কলেজ তা জানা যায়নি।

জলেশ্বরীতলা নুর মসজিদ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সাবিরা ছাদ থেকে পরে গেলে তাকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করলে পরিবারের লোকজন গ্রামের বাড়িতে চলে যান।

এই বিভাগের অন্য খবর

Back to top button