জাতীয়
আ. লীগের পান্না পালাতে গিয়ে মেঘালয়ে মারা গেছেন: ভারত
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ভারতে পালাতে গিয়ে মেঘালয়ে মারা গেছেন। গেলো শুক্রবার এমনটাই জানা গিয়েছিলো। তবে নিশ্চিত কোন তথ্য পাওয়া যাচ্ছিলো না। তবে শেষ পর্যন্ত আজ বুধবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ভারত।
পান্নার মৃতদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে মেঘালয় রাজ্য সরকার।
বুধবার গৌহাটির বাংলাদেশ হাইকমিশনের সহকারী কমিশনার রুহুল আমিন জানান, মেঘালয় রাজ্য সরকার একটি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে; যার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টটি ইসহাক আলী খান পান্নার বলে জানান তিনি।
গত শুক্রবার রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ভারতীয় এলাকায় মারা যান ইসহাক আলী খান পান্না। পরে তার মৃতদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। তবে এনিয়ে নিশ্চুপ ছিলো বিএসএফ এবং মেঘালয় রাজ্য পুলিশ।