জাতীয়প্রধান খবর

বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু

বন্যায় দেশের ১১ জেলায় ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি পরিবার।

বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন (দুপুর ১টা পর্যন্ত) থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) মৃতের সংখ্যা ছিল ২৭ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কুমিল্লায় ১২ জন, ফেনী-২, চট্টগ্রামে-৫, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৬, ব্রাহ্মণবাড়ীয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজারে ৩ জন মারা গেছে। তবে মৌলভীবাজারে দুই ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button