ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার, এনসিডি কর্ণার, ব্রেস্ট ফিডিং কর্ণার ও কিডস্ জোন চালু করা হয়েছে।

বুধবার (২৮ আগষ্ট) দুপুরের দিকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. এন.এ.এম আবুল বাসার, মেডিকেল অফিসার ডা. জোবায়ের আহম্মেদ, ডা. বিপ্লব. ডা. মনির হোসেন, ডা. মেহেদী হাসান, ডা. সাদিকা নওশিন, ডা. ববিতা আখতার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান। অপারেশন কার্যক্রম পরিচালনা করবেন ডা. মোঃ আনোয়ারুল হক (এনেসথেশিয়া), ডা. মোকছেদা খাতুন (গাইনী) ও ডা. সাখায়াত হোসেন।  

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৪ সালে ৩১ শয্যা থেকে ৫০-এ উন্নীত করা হয়েছে। সরকার প্রায় এক যুগ আগে অপারেশন থিয়েটার নির্মান করে সেখানে আধুনিক মানের যন্ত্র বরাদ্দ দেয়। কিন্ত নানা সমস্যা সংকটের কারণে কোনো ধরনের অপারেশন হচ্ছিল না।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, সিভিল সার্জনের প্রচেষ্টায় অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। এখানে সুন্দরভাবে নরমাল ডেলিভারি করানো হয়। যদি কোন গর্ভবতির সন্তান প্রসবে সমস্যা দেখা দেয় তাহলে এখন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button