আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় দর্জি শ্রমিক শিমুল হত্যাকাণ্ড: হাসিনা-কাদেরসহ ১৩৫ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলনে দর্জি শ্রমিক শিমুল মন্ডল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

এবারের এই মামলায় বগুড়ার তিনজন গণমাধ্যমকর্মীকে হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়।

মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী শিমু বেগম বাদি হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। গত ৪ আগস্ট দুপুরে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফা আন্দোলনে গিয়ে নিহত হন শিমুল। শিমুল শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার বাসিন্দা ছিলেন।

মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালকে হুকুমের আসামি করা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় মোট ৬টি মামলা দায়ের হলো। এর মধ্যে ৫টি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলা।

তিন গণমাধ্যমকর্মীরা হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরোপ্রধান হাসিবুর রহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বগুড়া প্রতিনিধি জে এম রউফ। তাদের বিরুদ্ধে হত্যা ছাড়াও ককটেল ও পেট্রলবোমা হামলার অভিযোগ আনা হয়েছে।

শেখ হাসিনার পাশাপাশি মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান প্রমুখ।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের প্রধান সড়কে ঝাউতলা এলাকায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের নির্দেশে এবং সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, রাগেবুল আহসানসহ চারজনের নেতৃত্বে অন্য আসামিরা পিস্তল, কাটারাইফেলসহ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালান। এ সময় ছাত্র-জনতার মিছিলে ককটেল ও পেট্রলবোমা হামলা করেন ওই তিন সাংবাদিকসহ এজাহারভুক্ত ৩৩ জন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩০০/৪০০ জনকে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button