জাতীয়প্রধান খবর
দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২
দেশের ১১ জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনের দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে ফেনীতেই ১৭ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যু তালিকায় দেখা গেছে, ফেনীতে ১৭ জন, কুমিল্লায় ১৪ জন, নোয়াখালীতে ৮ জন, চট্টগ্রামে ৬ জন, কক্সবাজারে ৩ জন, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং খাগড়াছড়িতে এক জন করে মারা গেছেন।
জানা গেছে, বর্তমানে পানিবন্দি মানুষের সংখ্যা কমে এখন ১০ লাখ ৭২ হাজার ৫৭৯। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩জন।