খেলাধুলাফুটবল

পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন সাফজয়ীরা

প্রথমবারের মতো নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।

শিরোপাজয়ী দল দেশে ফিরেছে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট)।

সন্ধ্যায় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলের প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন তিনি।

এদিকে পুরস্কারের এই অর্থ নিজেরা গ্রহণ না করে বন্যার্তদের সহায়তায় দেওয়ার সিদ্ধান্তে নিয়েছে বাংলাদেশ দলের যুবারা। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফজয়ী দলের কোচ মারুফুল হক গণমাধ্যমকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের প্রদানের জন্য দেওয়া হলো।’

এর আগে গতকাল ললিতপুরের আনফা কমপ্লেক্সে নেপালকে উড়িয়ে সাফের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। স্বাগতিকদের মাটিতে তাদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল।

বাংলাদেশের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, ‘ক্রীড়াঙ্গনে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যেকোনো ক্ষেত্রেই আরও বড় পরিসরে সাফল্য আসবে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.