কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ায় অজ্ঞাত নারীর রহস্যজনক মৃত্যু
বগুড়ার কাহালুতে আম বাগানে গাছের ডালে গলায় ওড়নার ফাঁস দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাসস্ট্যান্ডের পূর্বপাশে আম বাগান থেকে এ মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ ছিল। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।