আন্তর্জাতিক খবর
ভারতের গুজরাটে ভয়াবহ বন্যা, নিহত ২৯
ভয়াবহ বন্যার কবলে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট। রাজ্যটিতে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।
অবশ্য বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত গুজরাটের এই দুর্যোগ থেকে শিগগিরই অবকাশ পাওয়ার আশা নেই। রাজ্যটির আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অফিস ৩০ আগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
এছাড়া রেড অ্যালার্ট জারি করা হয়েছে গুজরাটের ১১টি জেলায়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
লাগাতার বৃষ্টির কারণে গুজরাটে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে।