বগুড়া লাইভ - আপডেট

আরএফএল কারখানায় আগুন

নরসিংদীর পলাশের ডাঙায় আরএফএল কারখানায় লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে আগুন লাগে এবং রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকালে কারখানার প্লাস্টিক তৈরির কারখানার ওয়ানটাইম প্লেট তৈরির ভবনে আগুন লাগে৷ কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো কারখানা৷ খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেই সঙ্গে যোগ দেয় ওই কারখানার নিজস্ব দমকল বাহিনী। রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে পুড়ে যায় ভেতরে থাকা কাঁচামাল ও তৈরি করা পণ্য।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। আগুন তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.