বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আনসার কমান্ডারের মৃত্যু
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মজিদ আকন্দ (৫৮) নামের এক ইউনিয়ন আনসার কমান্ডারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ ওই এলাকার মৃত শুকুর আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বাড়িতে কেউ না থাকায় সদর ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুল মজিদ সকালের খাবার তৈরির জন্য বৈদ্যুতিক হিটারে সীসার পাতিল বসিয়ে রান্না করছিলেন। তখন সীসার পাতিলের তলার অংশ বৈদ্যুতিক হিটারের কয়েলের সাথে সংযোগ স্থাপন হয়ে পাতিলটি বিদ্যুতায়িত হয়ে যায়। পরে রান্না হয়েছে কিনা দেখতে হিটারে বসানো সেই সীসার পাতিলে আব্দুল মজিদ স্পর্শ করা মাত্র বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।