ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে হামলার শিকার আ. লীগ নেতার মৃত্যু
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৫ আগস্ট শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত হওয়া আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন।
শুক্রবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এম এ মমিন পাটোয়ারী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন ও জেলার প্রস্তাবিত কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।
জানা গেছে, মমিন পাটোয়ারী ১৫ আগস্ট ৩২ নম্বরে নেতাকর্মীদের সঙ্গে ফুল দিতে গিয়ে হামলার শিকার হন। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তিনি মারা যান।
এদিকে মমিন পাটোয়ারীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়- গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে গুরুতর আহত হওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদাক এম এ মমিন পাটোয়ারী ইন্তেকাল করেছেন। বাংলাদেশে কী এই হত্যার বিচার হবে?
প্রসঙ্গত, এম এ মমিন পাটোয়ারী গত ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি হামলার শিকার হন। এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।