কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ায় চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনি, “আতা বাহিনী’র সদস্য নিহত
বগুড়ার কাহালু উপজেলায় চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার কলমা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান (২৪) কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত।
জানা গেছে, কলমা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনীর ১০-১২ জনের একটি দল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কলমা গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা নিতে যায় এবং ওই বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় পাড়ার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে।
পরে দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে রাকিব। এরপর গণপিটুনিতে সে নিহত হয়।
পুলিশ জানান, রাকিবের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।