খেলাধুলাফুটবল

অবসর নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ-কোপাজয়ী গোলকিপার

আর্জেন্টিনার বিশ্বকাপ এবং কোপা আমেরিকার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এবং ফ্রাঙ্কো আরমনি। ফ্রাঙ্কো আরমানিকে নিয়মিত স্কোয়াডে ডাকা হলেও বেশির ভাগ সময় বেঞ্চে বসে কাঁটিয়েছেন তিনি।

আসন্ন ২০২৬ বিশ্বকাপেও এমিলিয়ানোকে নিয়েই পরিকল্পনা সাজাতে চায় কোচ স্কালোনি। তাই অবশেষে অবসরের ঘোষণা দিলেন আরমনি।

৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে আরমনির অভিষেক হয়। ২০১৯ কোপা আমেরিকাতে গোলকিপার ছিলেন এ আর্জেন্টাইন।

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি।ও

এই বিভাগের অন্য খবর

Back to top button