জাতীয়

শান্তকে ফোন করে পুরো দলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অনন্য ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে টাইগাররা। পাকিস্তানের মাটিতে পাওয়া অবিস্মরণীয় সাফল্যের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জয়ের পর ফোন করেন প্রধান উপদেষ্টা।

শান্তকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।”

দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

এদিকে প্রধান উপদেষ্টার স্বীকৃত ফেসবুক পেজ থেকেও টাইগারদের অভিনন্দন জানিয়ে একই পোস্ট করা হয়েছে। সেখানে একটি ছবিতে তাকে ফোনে শান্তর সঙ্গে কথা বলতে দেখা যায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button