প্রধান খবরসারাদেশ

আনসার সদস্যদের হামলার ঘটনায় একজন নিহত

সচিবালয়ের সামনে গত ২৫ আগস্ট রাতে আনসার সদস্যদের হামলায় আহত মো: শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া শাহিনের ছেলে হাসান আহমেদ। তিনি রাজধানীর কবি নজরুল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি বলেন, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছিলেন তিনি। পরে রাতে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে যান। তাঁর বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। তিনি (হাসান) সচিবালয়ের সামনে আছেন জেনে তাঁকে নিতে তাঁর বাবা সেখানে আসেন। এ সময়ে তাঁর বাবা সংঘর্ষের মাঝে পড়েন। আনসারদের মারধরে তিনি আহত হন। সেদিন রাতে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি মারা গেলেন।

শাহিনের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়। বাবার নাম আবদুস সোবাহান হাওলাদার। তিনি রাজধানীর দক্ষিণ গোড়ান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button