প্রধান খবরবগুড়া জেলারাজনীতি
বগুড়া জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় বগুড়া জেলা যুবদলের শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এমএন ইসলাম সোহেল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।