জাতীয়

স্বাস্থ্যের খোঁজ নিতে খালেদা জিয়ার বাসায় যুক্তরাজ্যের হাইকমিশনার

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় ফিরোজায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

এর মধ্য দিয়ে সাত বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করলেন কোনো বিদেশি কূটনীতিক।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর বিদেশি কোনো কূটনীতিকের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় খালেদা জিয়া ও সারাহ কুকের বৈঠক শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে এ নিয়ে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারাহ কুক।

দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button