ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫১
ইউক্রেনের পোলতাভা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭১ জন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে।
ইউক্রেনের একটি সামরিক একাডেমি ও এর নিকটবর্তী হাসপাতালে এ হামলা চালানো হয়েছে। এ হামলায় সেনা সদস্যও নিহত হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লোকজন বিমান হামলার অ্যালার্ম বেজে ওঠার পর বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি বলেছেন,‘সামরিক যোগাযোগ ইন্সটিটিউটের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে। উদ্ধার অভিযানে সবধরনের প্রয়োজনীয় পরিষেবা জড়িত আছে। অনেককে উদ্ধার করা হয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, তিনি এ হামলার একটি পূর্ণ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়াকে এ হামলার জন্য ‘অবশ্যই মূল্য’ দিতে হবে বলেও অঙ্গীকার করেছেন তিনি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়।