জাতীয়

দুপুরে নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন

পদত্যাগের বিষয়ে কথা বলতে আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে।

আপনারা পদত্যাগ করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন কিছুই বলব না। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন, এমন প্রশ্নে সিইসি বলেন, ‘বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’

তবে নিজেরাই পদত্যাগ করবেন, নাকি এ নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে তা বোঝার চেষ্টায় ছিলেন এতদিন। এ বিষয়ে পরামর্শের জন্য ইসি সদস্যরা রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি বলে জানা গেছে। এমন অবস্থায় আজ সাংবাদিকদের সামনে আসছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

এই বিভাগের অন্য খবর

Back to top button