খেলাধুলাফুটবল

চিলিকে উড়িয়ে দিল মেসিবিহীন আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে চিলিকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে খুব বেশি ভালো করতে না পারলেও দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালার গোলে চিলির বিপক্ষে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

বুয়েনস আয়ার্সে শুক্রবার ভোরে চিলির ৩-০তে জিতেছে আর্জেন্টিনা।

বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয় আর্জেন্টিনার।বিরতি থেকে ফিরে গোলের দেখা মেলে বিশ্বজয়ীদের। ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের লিড পায় তারা। জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে প্রতিপক্ষের জাল কাঁপান আলভারেজ। ম্যাক অ্যালিস্টারের জায়গায় বদলি নামা অ্যাটাকিং মিডফিল্ডার দিবালা আর্জেন্টিনাকে এনে দেন তৃতীয় গোল।

যোগ করা সময়ের ১ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস পেয়ে বাঁ কোনো দুরহ জায়গা থেকে কোনাকুনি শটে গোল করেন মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা দিবালা।

জয়ে ৭ ম্যাচে ৬ জয় ও এক হারে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন দল। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে উরুগুয়ে। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।

এই বিভাগের অন্য খবর

Back to top button